শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

0
শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

প্রেসনিউজ২৪ডটকমঃ দীর্ঘ আলোচনা, প্রতিবাদ ও অনিশ্চয়তার পর অবশেষে কেটে গেল বিপিএল ঘিরে তৈরি হওয়া সংকট। স্থগিতাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ক্রিকেটারদের বয়কটের কারণে একদিনের জন্য থমকে যাওয়া এই টুর্নামেন্ট আবার ফিরছে নির্ধারিত উত্তেজনা নিয়ে।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ চরমে পৌঁছালে ১৫ জানুয়ারির নির্ধারিত দুটি ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। এর ফলে ওই দিনের কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের প্রতিনিধি এবং শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমাধানের পথ বের হয়।

বিসিবির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান জানান, স্থগিত থাকা ম্যাচগুলো পরবর্তী দিনগুলোতে আয়োজন করা হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৫ জানুয়ারির দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো গড়াবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি। সূচির এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইফতেখার রহমান আরও বলেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ মিঠুনসহ শীর্ষস্থানীয় ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পরই বিপিএল ফের মাঠে নামার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দর্শকদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়। ১৫ জানুয়ারির ম্যাচের টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।

তবে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্লে-অফ পর্বে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি শুরু হবে এলিমিনেটর ম্যাচ। এরপর দুইটি কোয়ালিফায়ার শেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল। সব জটিলতা কাটিয়ে আবারও ক্রিকেট উৎসবে ফিরছে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here