প্রেসনিউজ২৪ডটকমঃ নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা ২০টিই থাকছে। এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করেছে সরকার গঠিত জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে পে কমিশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার পরে জানা গেছে, নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতোই অর্থাৎ ২০টিই থাকছে।
এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন। এর আগে বৃহস্পতিবার বেলা ১২টায় নবম পে স্কেলের একাধিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সভায় বসে পে কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র আরও জানায়, আজকের পূর্বনির্ধারিত সভায় বেতন কাঠামোর বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে পেনশন, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার বিষয়গুলোও অন্তর্ভূক্ত ছিল।
তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। এটি চূড়ান্ত না হওয়ার কারণেই মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় সূত্রটি।সভা সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছানো যায়নি। ফলে পরবর্তী সভা অর্থাৎ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।
সূত্র আরও জানিয়েছে, সর্বনিম্ন বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করবেন। এর আগে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত ধরে সুপারিশ করা হবে।





