মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন আটক

0
মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনতে আটক করা হয়েছে।

বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার রাতে ভারত থেকে আসার সময় মহেশপুরের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৫ জন পুরুষকে আটক করা হয়।

আটক কৃতরা ময়মনসিং,সাতক্ষীরা ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার বাসীন্দা।অপর দিকে একই সময় ভারতে যাওয়ার সময় মহেশপুরের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৬ জনকে আটক করেছে।

আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ,২জন নারী ও ১ জন শিশু রয়েছে।আটক কৃতদের বাড়ী কুমিল্লা, মুন্সিগঞ্জ ও ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বলে বিজিবি জানায়।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক কৃতদেরকে  মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here