মতলব উত্তরে ছেংগারচর বাজারে খড়ের গাদায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার

0
মতলব উত্তরে ছেংগারচর

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার একটি খড়ের গাদার ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আল মামুন টিটু নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে মতলব উত্তর থানার এসআই মাহফুজুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।

এসময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড় ঝিনাইয়া গ্রামের দুলাল বেপারীর আবাদি জমিতে বর্গাচাষি মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতর থেকে সন্দেহজনক দুটি ব্যাগ উদ্ধার করা হয়।তল্লাশিকালে একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। অপর একটি শপিং ব্যাগের ভেতরে বিভিন্ন জুয়েলার্সের বক্স ও ছোট ব্যাগে থাকা মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে জব্দতালিকা প্রস্তুত করে টাকা ও স্বর্ণালংকার থানায় নিয়ে আসা হয়।আর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই অর্থ ও স্বর্ণালংকার কার, কীভাবে এবং কোন উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here