মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টা,আটক ১

0
মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টা,আটক ১

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টাকালে শান্ত শেখ (২৭) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে চার থেকে পাঁচজনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বসত বাড়ির মেইন গেট কেটে ও ঘরের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করে।

বিষয়টি বাড়ির মালিক সন্দেহ হলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে ধরে ফেলে। বাকিরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।বাড়ির মালিক জানান, ডাকাতরা সবাই পুলিশের পোশাক পরিহিত এবং তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here