প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার আপিল নামঞ্জুর করে মনোনয়নপত্রের বাতিলাদেশ বহাল রাখা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি আপিল শুনানির তৃতীয় দিনে এই ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি থাকার কারণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তানভীর নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে পৃথক আপিল দায়ের করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.জালাল উদ্দিন। আর এই আপিলের শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৭ জানুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ছিল ৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল দায়েরের সময়সীমা ছিল ৫ থেকে ৯ জানুয়ারি।
বর্তমানে আপিল নিষ্পত্তির সময়কাল চলছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এদিকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন সংক্রান্ত ধারাবাহিক এই আপিল প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।





