আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ডা.মো. আব্দুল মোবিন

0
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ডা.মো. আব্দুল মোবিন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি:- আপিল শুনানিতে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা.মো. আব্দুল মোবিন প্রার্থিতা ফিরে পেয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১০.৩০ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন।

এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।এর আগে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা.মো. আব্দুল মোবিন বলেন আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন। আমি মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ আধুনিক মডেল মতলব গড়তে চাই।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরে কয়েকজন প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন তাদের আবেদন শুনানি শেষে সিদ্ধান্ত জানায়। ডা.মোঃ আব্দুল মোবিন প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here