প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ির ব্যাটেলিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিক বিন অবস্থায় এক লক্ষ বিশ হাজার টাকার মূল্য মানের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ২২ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজেপি এর অধীনস্থ রানীনগর ও অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৪৯০ পিস নেশা জাতীয় ইঞ্জেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ১৯১০০ টাকা ।
২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজেপি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে।





