প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তৃণমূলের প্রত্যাশার প্রতীক কামরুজ্জামান জুয়েল–এর পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন মোহাম্মদপুর বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। কামরুজ্জামান জুয়েল তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা—তিনি সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদপুর থানা ছাত্রদল, সাবেক আহ্বায়ক, মোহাম্মদপুর থানা ছাত্রদল, সাবেক সভাপতি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ। বর্তমান সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ, জুয়েলের দায়িত্বশীল রাজনীতি ও সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন— মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রহমান রাশেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বসুনিয়া,মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সহ–সভাপতি মির্জা রাজিবুল আলম রয়েল, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, সাবেক ছাত্রনেতা রেজওয়ান শাকিব, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল, শেরেবাংলা নগর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া, ছাত্রদল নেতা মাসুম।
কামরুজ্জামান জুয়েল বলেন, ঢাকা–১৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি এবং জনসমর্থন নিয়ে পাড়ামহল্লা চষে বেড়াচ্ছি ।





