না’গঞ্জ পুলিশ সুপার এর সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
না’গঞ্জ পুলিশ সুপার এর সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : আজ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. (রবিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শুভ বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ” বড়দিন উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। এবারের বড়দিন উৎসবমুখর পরিবেশে হবে। এবিষয়ে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”

এসময় উপস্থিত ছিলেন ফাদার বিপুল ডেভিড দাস, বিকাশ সাংমা, রিচার্ড সৌরভ দেউড়ী, পিন্টু পলিকাপ পিওরীফিকেশন, সন্তোষ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here