চাঁদপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন রাসেল

0
চাঁদপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেন রাসেল

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেলেন চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ফয়জুন্নুর রাসেল। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফয়জুন্নুর রাসেল সাংবাদিকদের বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সাধারণ জনগন গত ১৭ বছর একটি ভালো নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। তিনি আরো বলেন নেতা নয়, প্রতিনিধি হতে চাই। অহংকার নয়, দায়িত্ব নিতে চাই। আদেশ নয়, মানুষের কথা শুনে পাশে থাকতে চাই।

তাই আগামী নির্বাচনে যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here