মতলব উত্তরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

0
মতলব উত্তরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সভা পরিচালনা করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এবং মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও এর তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here