মহেশপুরে আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা

0
মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উন্মে সামলা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহাম্মেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা,থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাবিদ এচিএম খাইরুল আনাম,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।

দিবসটি উপলক্ষে সফল জননী হিসেবে ৫ জন অদম্য নারীকে সম্মননা দেওয়া হয়েছে।এর পুর্বে উপজেলা পনিষদ চত্তর থেকে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here