সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন

0
সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা মুন্সিগঞ্জ ৩(সদর-গজারিয়া)আসনে বিএনপি’র মনোনয়ন পেয়ে নিজ বাড়িতে আসলেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

ঢাকা থেকে গজারিয়ায় আসলে,মেঘনা ব্রীজের পূর্ব প্রান্ত থেকে শত শত মোটর সাইকেল,মিনিবাস,ট্রাক করে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান, এরপর মহাসড়কের বিভিন্ন স্থানে স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানান এ সময় সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। নেতাকর্মীরা জানান— “দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় নেতাকে সামনে পেয়েছি, তাঁর নেতৃত্বে গজারিয়া আবারও উন্নয়নের পথে অগ্রসর হবে।

পরে তিনি নিজ বাড়ি উপজেলার লক্ষীপুর গ্রামে উপস্থিত হয়ে বাবা মায়ের কবর জিয়ারত করে জুলাই শহীদ পরিবারদের নিয়ে সংবাদ সম্মেলন করে,সংবাদ সম্মেলনে শ হীদ প রিবারের সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু,রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

এ সময় তিনি জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে বলেন,শহীদ পরিবারের ত্যাগ কখনোই বিফলে যেতে পারে না,তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here