প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। দলীয় প্রার্থী হিসেবে কামরুজ্জামান রতনের নাম ঘোষণার পর থেকেই মহিউদ্দিন আহমেদের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিলের আয়োজন করে মহিউদ্দিনের সমর্থকরা।
মিছিল শুরুর প্রাক্কালেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের একটি গাড়ি ভাঙচুর করা হয়। উভয় পক্ষই এই ঘটনার জন্য একে অপরের ওপর দায় চাপিয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু জানান, সংঘর্ষের ঘটনায় তাদের হাসপাতালে আসা দুইজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে স্বাধীন নামের যুবকের দুই হাত ও মাথায় গুরুতর আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তথ্যমতে এখন পর্যন্ত তিনজন আহতের খবর পাওয়া গেছে এবং একটি গাড়ি ভাঙচুরের সত্যতা মিলেছে। বর্তমানে সেনাবাহিনীকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।





