প্রেসনিউজ২৪ডটকমঃ নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
যদি কেউ কোনো তারিখ প্রচার করেন, তাহলে তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে।
একই সঙ্গে কিছু সংবাদমাধ্যম ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি উল্লেখ করছে। তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আগামী রোববার (০৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক বৈঠকে বসবে।
তপশিল ঘোষণা এবং তার প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করার জন্য ইসি একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে।





