সুপার কিংস ক্লাব বনাব রয়্যাল চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত”

0
সুপার কিংস ক্লাব বনাব রয়্যাল চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত”

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘাসির চর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সুপার কিংস ক্লাব বনাব রয়্যাল চ্যালেঞ্জার্স ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে জমজমাট এই খেলা কে কেন্দ্র করে হাজার হাজার দর্শক শ্রোতাদের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

বীর মুক্তিযোদ্ধা দুদ মিয়া হাজির সভাপতিত্বে আল আমিন পারভেজ ও মোসলেম উদ্দিন শিপনের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৯০ মিনিটের শাসুদ্ধকর খেলায় তিন তিন গোলের সমতা হওয়ায় পরে ট্রাইবেকারের মধ্য দিয়ে ১-০ গোলের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স জয়লাভ করে।

এ সময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক নুরুল হুদা অবন বলেন এসময় তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি আরও বলেন, এ টুর্নামেন্ট তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে ক্রীড়া সংস্কৃতিকে সমৃদ্ধ করবে এবং রাজনৈতিক-সামাজিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here