প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় নিজেকে কখনো রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠজন, আবার কখনো দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি পরিচয়দানকারী নাঈম ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, লেনদেনের মাধ্যমে ইয়াবা সরবরাহ এবং বিভিন্ন যুবককে প্রলোভন দিয়ে মাদকের সাথে জড়ানোর অভিযোগ রয়েছে।
গত ৩ ডিসেম্বর রাতে ইয়াবা সরবরাহের সময় নৌ বাহিনীর ধাওয়া খেয়ে কালবেলা পত্রিকার স্টিকার লাগানো মোটরসাইকেল রেখে নাঈম পালালেও ধরা খেয়েছে তার সহযোগী সরোয়ার তালুকদার। সরোয়ারের বক্তব্য মতে মোটরসাইকেল জব্দ করে নাঈমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ মামলায়ও গ্রেফতারের তৎপরতা নেই পুলিশের। নাইমকে দ্রুত গ্রেফতার করে বিচারের চাবীতে শুক্রবার (৫ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরপাড়া এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
দৈনিক কালবেলা পত্রিকার অতিরিক্ত বার্তা সম্পাদক শাকিল ফারুক বলেন, কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম মাদকের সাথে জড়িত বলে দুই মাস আগেই জানতে পেরে তখনই তাকে সতর্ক করা হয়েছিল। মাদক ছাড়তে না পারার কারণে ১ ডিসেম্বর২৫ থেকে তাকে পত্রিকার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে অফিসের বুম, আইডি কার্ড, স্টিকারসহ সব সরঞ্জাম ফেরত দিতে বলা হয়েছে। মানববন্ধনে আটককৃত সরোয়ার তালুকদারের স্ত্রী ও বোন অভিযোগ করে বলেন, “নাঈম আমাদের স্বামী-ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে ইয়াবা দিয়ে ধরিয়ে দিয়েছে।
সে এলাকায় প্রায়ই ইয়াবা বিক্রি করতে আসে। আমাদের পরিবারকে ধ্বংস করেছে। আমার স্বামীর মুক্তি চাই। নাঈমের বিচার দাবি করি। তালতলী থানার ওসি (তদন্ত কর্মকর্তা) শরিফুল ইসলাম বলেন,নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। নাঈমকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, আমরা সবগুলো তদন্ত করছি।





