তালতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক মোটরসাইকেল ফেলে পালিয়েছে সাংবাদিক

0
তালতলীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক মোটরসাইকেল ফেলে পালিয়েছে সাংবাদিক

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নৌবাহিনীর অভিযান পরিচালনা কালে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী সরোয়ার তালুকদারকে হাতেনাতে আটক করে। এসময় ঘটনাস্থলে থাকা দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম মৃধা
মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোটবগী চরপাড়া এলাকায় এঘটনা ঘটে। নৌবাহিনী ও মামলা সূত্রে জানা যায়, ছোটবগী চরপাড়া এলাকায় সাংবাদিক নাঈম ইসলাম হাইরাজ মৃধা ও মাদক ব্যবসায়ী সরোয়ার তালুকদার (৩২) ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি সশস্ত্র দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।

এসময় ৩২ পিস ইয়াবাসহ সরোয়ার তালুকদারকে হাতেনাতে আটক করেন। তার সাথে থাকা মাদক লেনদেনের ৩ হাজার ১’শ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় পরিস্থিতি বুঝে সাংবাদিক পরিচয়ধারী দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম হাইরাজ মৃধা নিজের ব্যবহৃত কালবেলা স্টিকার লাগানো মোটরসাইকেল (বরগুনা হ-১১-৭৬৫২) ফেলে রেখে পালিয়ে যান।

নৌবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী সরোয়ার তালুকদার স্বীকার করেছেন সে নিয়মিত সাংবাদিক নাঈম মৃধার কাছে ইয়াবা সরবরাহ করত। নাঈম স্থানীয় আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকেও নিয়মিত মাদক সংগ্রহ করেন বলেও তিনি উল্লেখ করেছেন। পরে রাত দেড়টার দিকে সরোয়ারকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক সরোয়ার তালুকদার জানান, ওই দিন মোবাইল ফোনে যোগাযোগের পর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক নাঈমকে ইয়াবা সরবরাহ কালে নৌবাহিনী আমাকে হাতেনাতে আটক করে।

এ সময় মোটরসাইকেল ফেলে রেখে নাঈম ও আসলাম পালিয়ে যান। তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নৌবাহিনী ইয়াবাসহ সরোয়ার তালুকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় সাংবাদিক নাঈমসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নাঈমের বিরুদ্ধে তালতলী থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here