বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

0
বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

প্রেসনিউজ২৪ডটকমঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন এবং কয়েক মিনিট পরে বের হন। সর্বশেষ বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর জরুরিভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং অন্যান্য জটিলতাও রয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সোমবার জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here