রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

0
রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, নরায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) শহরের মাসদাইর এলাকায় এ কুরআন খতম, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে রশুর বিভিন্ন সৃতিচারণ করেন। তারা বলেন, রশু ছাত্রদলের সময় থেকেই সাহসী নেতা ছিলেন। তিনি রাজপথে সব সময় দলীয় সকল কর্মসূচীতে ছিলেন অগ্রগামী। হামলা মামলা নির্যাতন ও কারাবরণ করে তিনি দলের জন্য ব্যাপক ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি ও জিয়া পরিবারের অনুগত্য করেছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এমন নেতা হারিয়ে আমরা সত্যি একজন বীর জাতীয়তাবাদী সৈনিককে হারিয়েছি। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতের উচ্চ মর্যাদা এবং তাঁর পরিবারের জন্য শক্তি ও ধৈর্যের দোয়া করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ মরহুম রশিদুর রহমান রশু’র রাজনৈতিক অবদান, তাঁর সততা, নিষ্ঠা এবং জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর আত্মত্যাগের কথা গভীর সম্মানের সাথে স্মরণ করেন।

আজ সকাল ১১.০০ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা হাজী শাহিন, নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, মহানগর কৃষকদল নেতা নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আওলাদ হোসেন, রাসেল আহম্মেদ মনির, মোঃ মুসা, রানা মুন্সি, মোঃ মিঠু, ওসমান গনি, মোঃ ইমন, মোঃ জসিম, মোঃ আমির হোসেন, কুতুব উদ্দিন, মাসুম খন্দকার সহ শতাধিক নেতাকর্মী রশিদুর রহমান রশুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here