প্রেসনিউজ২৪ডটকমঃ সহকর্মীদের অকৃত্রিম ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় নিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর বদলি জনিত বিদায় উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ অংশগ্রহণ করেন। বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ বিদায়ি অতিথির সাথে চাকরিকালীন অভিজ্ঞতা ও ভালো কাজের স্মৃতিচারণ করেন। বিদায়ি পুলিশ সুপার এর স্বল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সবাই একই সাথে বিদায়ি পুলিশ সুপার এর পারিবারিক জীবন ও চাকরি জীবনে সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। বিদায়ি পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্য জেলায় কর্মকালীন নানান অভিজ্ঞতা বর্ণনা করেন ও সবার উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য পুলিশকে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।





