তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ অনুষ্ঠিত

0
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস চট্টগ্রাম আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া সরকারি কলেজ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২ – ০ গোলে স্যার আশুতোষ সরকারি কলেজকে পরাজিত করে।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিশনার, চট্টগ্রাম বিভাগ ডঃ জিয়াউদ্দিন আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন, শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ এস এম গিয়াস বাবর উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের কমিশনার তার বক্তব্যে বলেন, আমাদের দেশে খেলাধুলার মাধ্যমে জীবিকা অর্জন সম্ভব নয় বিধায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বয়সের সাথে হারিয়ে যান। এ ব্যর্থতাকে স্বীকার করে আমাদের এর সমাধানের পথ খুজতে হবে।অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন- ফুটবলকে বিশ্ব মঞ্চে আরও উঁচুতে তুলে ধরতে খেলোয়াড়দের নিয়মিতভাবে নিজেদের খেলার দক্ষতা ও কৌশল উন্নয়নে মনোযোগী হতে হবে।

তিনি আশা প্রকাশ করেন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে এবং এর মাধ্যমে চট্টগ্রামের ক্রীড়া দল দেশব্যাপী পরিচিতি লাভ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মোঃ সরওয়ার আলম চৌধুরী মনিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি সুন্দর ও সফল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ করায় জেলা ক্রীড়া অফিস সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি ও সভাপতি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here