প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদের হবে উন্নতি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক আলী। সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা.রাশেদা আক্তার।সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান। প্রদর্শনীতে দুধ, ডিম, মাংস, পশুখাদ্য, ভেটেরিনারি সেবা ও আধুনিক খামার প্রযুক্তিসহ বিভিন্ন উপকরণ প্রদর্শিত হয়। পরে আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।





