ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদ হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

0
ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদের বড় অর্জন—হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

প্রেসনিউজ২৪ডটকমঃ  মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামের কৃতি সন্তান ড. মোঃ আতিকুস সামাদ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ড. আতিকুস সামাদ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০২৩ সালের ১৯ মার্চ সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে তিনি বাগেরহাটে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। আরও পূর্বে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে শুরু থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

সাতক্ষীরা মোসলেমা আদর্শ একাডেমিতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ভর্তি হন। ২০০২ সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে যশোর বোর্ডে ৫ম স্থান অর্জন করেন এবং বিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার ভূগোলে লেটার পেয়ে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে সাতক্ষীরা দিবা–নৈশ কলেজ থেকে এইচএসসি পাস করে যশোর বোর্ডে ষষ্ঠ স্থান অধিকার করেন।

২০০৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি হন এবং এলএলবি অনার্স ও এলএলএম পরীক্ষায় ফার্স্ট ক্লাস সেকেন্ড স্থান অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের আইবিএস থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ড. আতিকুস সামাদ তার পদোন্নতিকে জীবনের বড় অর্জন উল্লেখ করে বলেন, “আমি সকল আত্মীয়স্বজন, দেশবাসী ও বিশেষ করে আনসার ভিডিপি পরিবার—মহাপরিচালক থেকে মাঠপর্যায়ের সদস্যদের দোয়া কামনা করছি।

আল্লাহ যেন আমাকে দায়িত্ব পালনে ন্যায়, সততা ও শক্তি দান করেন।” তার পিতার বর্তমান ঠিকানা সাতক্ষীরার রাজারবাগান এলাকায়। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আনন্দের ছাপ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here