চাঁদপুর -২ আসনে এনসিপির মনোনয়ন চান ফয়জুন্নুর

0
চাঁদপুর -২ আসনে এনসিপির মনোনয়ন চান ফয়জুন্নুর

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ উদ্যোক্তা ও সংগঠক মো. ফয়জুন্নুর আকন রাসেল। তিনি বলেন আমি জদি সংসদ সদস্য হতে পারি , মতলবকে মাদক মুক্ত, চাঁদাবাজের ঠাই হবে না এই মতলবে , আমি মানুষের অধিকার ফিরিয়ে দেব ।

হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করাকে আমি অগ্রাধিকার দিচ্ছি।  ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষা: প্রতিটি ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব ও আচার-বিচার স্বাধীনভাবে পালন করতে পারে তা নিশ্চিত করা। সম্পত্তির নিরাপত্তা ও বিরোধ নিষ্পত্তি: সংখ্যালঘুদের সম্পত্তি দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ,আইনি সহায়তা ও অভিযোগ ব্যবস্থাপনা: প্রতিটি থানায় সংখ্যালঘু-বান্ধব হেল্প ডেস্ক চালু করে দ্রুত অভিযোগ গ্রহণ ও সমাধান নিশ্চিত করা।

শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার: সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। মৌলিক মানবাধিকার নিশ্চিতে সোচ্চার ভূমিকা: সংখ্যালঘুদের ভয়মুক্ত সমাজ গঠনে নীতি ও বাস্তবায়নে কঠোরভাবে কাজ করব। বাংলাদেশ সব ধর্মের মানুষের। আমরা চাই সম্প্রীতি, সমতা ও শান্তির বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here