তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে : খোরশেদ

0
তাদের আদর্শ ও ত্যাগ আমাদের সংগ্রামের পথে চিরপ্রেরণা হয়ে থাকবে : খোরশেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ মমিনউল্লাহ ডেবিড এর ২১ তম ও মোঃ সুরুজ্জামান এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরাস্তানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১.০০ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, মহানগর কৃষকদল নেতা নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আওলাদ হোসেন, রাসেল আহম্মেদ মনির, মোঃ মুসা, রানা মুন্সি, মোঃ মিঠু, ওসমান গনি, মোঃ ইমন, মোঃ জসিম, মোঃ আমির হোসেন, কুতুব উদ্দিন, সহ শতাধিক নেতাকর্মী মমিনউল্লাহ ডেভিডের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।

এক শোক বার্তায় খোরশেদ বলেন, তাদের মৃত্যু শুধু একটি পরিবার বা একটি সংগঠনের ক্ষতি নয় এটি ছিল নারায়ণগঞ্জের গণতন্ত্রকামী মানুষের জন্য এক অপূরণীয় শোকের দিন। ডেভিড ছিলেন তারুণ্যের শক্তি ও বন্ধুত্বের প্রতীক, সংগঠনের প্রতি তার ভালোবাসা ও ত্যাগ আজও স্মরণীয়। সুরুজ্জামান ছিলেন নিবেদিত প্রাণ সংগঠক, দৃঢ়চেতা মানুষ এবং দলের একজন নির্ভরযোগ্য নেতা।

তাদের অকালে বিদায়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা এখনও পূরণ হয়নি। তাদের প্রত্যেকেই ছিলেন সাহসী, নিবেদিত প্রাণ, এবং দলের প্রতি দায়বদ্ধ একেকজন সংগ্রামী সৈনিক। মানুষের পাশে দাঁড়ানো, দলের আদর্শকে বুকে লালন করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এই মহান গুণগুলো তাদের সকলের মধ্যেই ছিল গভীরভাবে প্রোথিত।

তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here