ফুলবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

0
ফুলবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার আটটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

বাইসাইকেল গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও রেহনুমা তারান্নুম বলেন,আমি আশা করি, এই বাইসাইকেল বিদ্যালয়ে যাতায়াতে তোমাদের সহায়ক হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে—তোমরাই দেশের ভবিষ্যৎ।তিনি আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সোচ্চার থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here