ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে, আহত -২০

0
ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

প্রেসনিউজ২৪ডটকমঃ সুনামগঞ্জ প্রতিনিধি: পূর্ব শক্রুতার জেরে সুনামগঞ্জের শিল্পনগরী খ্যাত ছাতক উপজেলার চড়মহল্লা ইউনিয়নের দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামবাসির মধ্যে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালী মিয়াকে পাশর্^বর্তী সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোঃ আব্দুল হক ও মোস্তাই মিয়া তর্কতর্কির এক পর্যায়ে অপমান করাকে কেন্দ্র করে দুইগ্রামবাসির মধ্যে ঘটনাটি জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফলে উভয় গ্রামের লোকজন দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে নানশ্রী গ্রামের চান্দালী মিয়ার পক্ষে ১০ জন এবং সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের পক্ষে৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিভিন্নভাবে চিকিৎসাসেবা দেয়া হলে ও এখন পর্যন্ত তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here