প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে অপহরণের ৩ মাস চারদিন পর অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মো.আসাদুজ্জামান এর নেতৃত্বে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বকশীগঞ্জ পৌর শহরের ঝংকার সিনেমা হলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, চলতি বছর অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় পাশ করেছে ওই কিশোরী। স্কুলে যাওয়া আসার পথে স্কুল ছাত্রীকে প্রায়ই উত্যাক্ত করতো ধানুয়া কামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আপেল মিয়ার ছেলে বখাটে ইমরান মিয়া (২০)। মেয়েটিকে উত্যাক্ত ও প্রেমের প্রস্তাব দিত ইমরান। মেয়েটি তার প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করে বিষয়টি পরিবারকে জানায়। এ বিষয়ে মেয়েটির বাবা একাধিকবার ছেলেটির পরিবারের কাছে নালিশ দেন।
পরিবারে নালিশ দেওয়ার কারনে আরো ক্ষিপ্ত হন বখাটে ইমরান মিয়া। গত ১৪ আগষ্ট ধানুয়া গ্রামের নিজ বাড়ির পাশে রাস্তা থেকে তাকে অপহরণ করা হয়। ইমরানসহ আরো ৫-৭ জন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১৬ আগষ্ট বকশীগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন স্কুল ছাত্রীর বাবা। মঙ্গলবার অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো.আসাদুজ্জামান বলেন,ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে। আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখেছে পুলিশ। একাধিক জায়গায় অভিযান চালালেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।
ফলে ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।





