না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীর,মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

0
না’গঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীর,মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি সেচ্ছাসেবকদল।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ওই কর্মসূচিতে ব্যানার নিয়ে দারিয়ে থাকা লোকজন সেচ্ছাসেবক দলের কেউ না বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দল।

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন করেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা। সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা।

আজকে যারা থানা স্বেচ্ছাসেবক দলের নামে ব্যানার করে মানববন্ধন করেছেন তাদের সাথে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কোন সম্পর্ক নেই। উক্ত মানববন্ধনে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী উপস্থিত ছিলনা। তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক, সেচ্ছাসেবকদলের কেউ না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here