প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই ‘ভূত’ আছে। তিনি বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারে থাকা কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি উল্লেখ করেন, কিছু মিডিয়া নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত দলের হিংস্র কর্মসূচি প্রচার করছে। তিনি এটিকে ফ্যাসিবাদী চক্রান্তের অংশ বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বিলম্বের সুযোগে অমানবিক ও নিষ্ঠুর কার্যক্রম ঘটছে, যার মধ্যে বাসে আগুন দেওয়া ও বিরোধীদের ওপর দোষ চাপানো অন্তর্ভুক্ত।
রিজভী দাবি করেন, সরকার নিজেরাই কিছু ঘটনা ঘটাচ্ছে, এবং এর প্রমাণ রয়েছে। সভায় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





