প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫ তম শ্রী শ্রী বোল্লাকালী পুজা উপলক্ষে ১০ দিন ব্যাপী পুজা অর্চনা ও বৌ মেলার উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরে গতকাল শনিবার সকাল ১০ টায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।
অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা, রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর গাঙ্গুঁলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, এদেশে ৯০ শতাংশ মুসলমান বাস করলেও আমাদের মত সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে কমই আছে। এদেশে হিন্দু-মুসলমান মিলে মিশে বসবাস করছে।
তিনি আরও বলেন, এই বোল্লাকালী মন্দিরে ১২৫ বছর ধরে কালী পুজা হচ্ছে। এসময় রাঙ্গামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দির ও বারাইহাট শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরে ৮০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।





