রাজধানীতে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

0
রাজধানীতে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ ডেন্টাল সোসাইটি অব বাংলাদেশ’র আয়োজনে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর মহাখালীস্থ নিকেতন বাজারে ঢাকা-১৭ আসনের খেলাফত মজলিস মনোনিত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ডাক্তার এমদাদুল হক’র উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৭ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব:) ডাক্তার এমদাদুল হক জানান, আজ আমরা প্রায় ৪ শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেছি। তিনি আরো বলেন, আমি আগেও বহুবার ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছি এবং আগামীতেও ফ্রী মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় নির্বাহী ডিএসবি ডাক্তারবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা সভাপতি মাও.মোতালেব হোসেন , বনানী থানা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here