প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে শুক্রবার বিকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর ) আসনের ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মনির খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,পৌর বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, তন্ম খান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহানুর আলম, পৌর যুবদলের আহবায়ক হাজি ফয়সাল আহাম্মেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু প্রমুখ।
পরে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক বিশাল মিছিল বের করা হয়।
এর পুর্বে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।





