ময়মনসিংহের ৯টি আসনে মনোনীত বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত

0
ময়মনসিংহের ৯টি আসনে মনোনীত বিএনপি’র প্রার্থী তালিকা চূড়ান্ত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কারা কোন আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করবেন , তার তালিকা প্রকাশ করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের এ তালিকা প্রকাশ করেন।

ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ময়মনসিংহের ৯টি আসনের দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন— ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও শেরে বাংলা একেএম ফজলুল হকের নাতজামাই আখতারুল আলম ফারুক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) দেশের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত এ আসনটিতে মনোনয়ন পেয়েছেন আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু।

 তবে প্রার্থী ঘোষণায় স্থগিত রাখা আসনগুলো হলো— হেভিওয়েট সংসদীয় আসন ময়মনসিংহ-৪ (সদর) এবং রাজনীতির উত্তপ্ত জনপদ হিসাবে পরিচিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও)। এ নিয়ে দলটির নেতাকর্মী, প্রার্থীদের সমর্থক-অনুসারিসহ সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ২টি আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হলেও অন্য আসনগুলোতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজিতে উৎসবের খবর পাওয়া গেছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ মিছিল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here