মানবতার পাঠ ও আনন্দের মিলন, রক্তের গ্রুপ জানল মাদ্রাসার শিক্ষার্থীরা

0
মানবতার পাঠ ও আনন্দের মিলন, রক্তের গ্রুপ জানল মাদ্রাসার শিক্ষার্থীরা

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মানবতার সেবায় এক অনন্য উদ্যোগে, রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ, শায়েখ ইলিয়াস (রহ.) বালক–বালিকা মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। রবিবার সকালে মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। রক্তের গ্রুপ জানার পর শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের দৃশ্য লক্ষ্য করা যায়।

অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কাজী সোহাগ। উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মো. রুহুল আমিন, ইভেন্ট ম্যানেজার মো. ইব্রাহিম, স্বেচ্ছাসেবী ফরহাদ ও শেখ সজীবসহ অন্যান্য সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে কাজী সোহাগ বলেন, “রক্ত দেই, জীবন বাঁচাই; সমাজ গড়ি, মানবতা সাজাই। জীবনের জন্য রক্ত, সমাজের জন্য দায়িত্ব।” তিনি আরও বলেন “মানবতার সেবায় রক্তযোদ্ধারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আরও বেশি মানুষ এই সেবা পেতে পারেন।” ইভেন্ট ম্যানেজার মো. ইব্রাহিম জানান, “আমাদের মূল লক্ষ্য হলো তরুণদের মানবিক কাজে যুক্ত করা। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে রক্তদানকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে চাই।” এই উদ্যোগ বাংলাদেশের তরুণদের মানবিক সচেতনতা বৃদ্ধি এবং রক্তদানের সামাজিক গুরুত্ব তুলে ধরেছে, যা ব্যক্তিগত ও সামাজিকভাবে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here