প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে শুক্রবার সন্ধ্যার পরে হত্যার উদ্দেশ্যে রাকিব (১৭) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। গভীর রাতে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামে।
রাকিবের বাবা জাহাঙ্গীর হাওলাদার জানান, শুক্রবার দিবাগত রাত সাতটার দিকে কিছু কুচক্রী বাহিনী হত্যার উদ্দেশ্যে রাকিবকে একটি মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। কলাপাড়া উপজেলার সাতকানি এলাকায় একটি মাইক্রো বাসে উঠানোর সময় রাকিব সহ মোটরসাইকেলটি পরে যায়। ওই সময় রাকিব দৌড়ে স্থানীয় একটি ঘরে উঠে অজ্ঞান হয়ে পড়ে।
ওই ঘরের লোকজন নামলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রাকিবকে আশঙ্কা অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তারা রাকিবের পকেটে তার ভগ্নিপতি বাদল মিয়ার মোবাইল নাম্বার পেয়ে তাকে ফোনে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সে এখনো কথা বলতে পারেনি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে কিছু লোকে রাকিবকে হাসপাতালে নিয়ে আসে। তখন তার অবস্থা খুবই আশঙ্কজনক ছিল। বর্তমানে সে কথা বলতে না পারলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল মিয়া জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





