জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি আটক

0
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কর্তৃক ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক কারবারি আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/বিরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ ২৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১২.৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভায়েলা বাজার সাকিনস্থ বাবুল সুপার মার্কেটের ভাই ভাই হেয়ার স্টাইল সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জন আসামিকে আটক করেন।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-বরুণা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২।মোঃ ওসমান (৪০), পিতা- মৃত জনাব আলী, সাং-নিমেরটেক, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ১৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় আসামি মোঃ দ্বীন ইসলাম (৫২) এর সহায়তায় তথা প্ররোচনায় তারা বিভিন্ন এলাকা হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে উক্ত এলাকাসহ রূপগঞ্জ থানার আশপাশে বিক্রয় করে থাকে। পরে অভিযান পরিচালনা করে মোঃ দ্বীন ইসলাম (৫২), পিতা-মৃত সফু মিয়া, সাং-নাওরা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে আড়াইহাজার থানাধীন জালাকান্দি এলাকায় মশারী ফ্যাক্টরীর পাশে ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here