প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের গিরাই পানাতিপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক এর পরিবারের উপর নির্যাতন করে হুমকি-ধুমকি প্রদান করছেন জুয়েল গং বলে অভিযোগ করেছেন আব্দুর রফিক এর পুত্র আলমগীর মিয়া। রংপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন জুয়েল মিয়া,রবি মিয়া, রুস্তম আলী, রুহুল আমিন, নুরুন্নবী মিয়া, শাহজালাল মিয়া, তাজিরুল ইসলাম, নুরজাহান বেগম, সেতু বেগম, পারভিন বেগম, ইসমেতার বেগম, আব্দুর রউফ, পারভিন বেগম। অভিযোগে তিনি জানান জমিজমার বিরোধকে কেন্দ্র করে আসামিগণ তার পরিবারের লোকজনকে বিভিন্ন সময় মারধর করে,পরিবারের মহিলা ও শিশুদেরকে প্রান নাশের ভয় ভীতি দেখাচ্ছে, তিনি জানান তার পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কিত রয়েছে, তিনি এ বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন এবং জমি সংক্রান্ত বিষয়ে দ্রুত সমাধান চেয়েছেন।
তিনি আরো জানান তার পরিবারের ছোট শিশুরা আসামিদের ভয়ে স্কুলে যেতে পারছে না, মহিলারা বাড়িঘর থেকে বের হতে পারছে না, তিনি নিজেও কাজকর্মে যেতে পারছেন না। এ বিষয়ে প্রতিপক্ষদের সঙ্গে কথা বললে তারা এই অভিযোগ অস্বীকার করে বলেন তাদেরকে কোন প্রকার হুমকি-ধমকি প্রদান করা হয়নি এবং তাদের কাজ কামে কোনরকম বাধা প্রদান করা হয়নি। বিষয়টি নিয়ে আমরাও সমাধান চাই।





