প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মতলব উত্তর উপজেলা জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল,যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,শরিফ আহমেদ লিটন,আব্দুল আজিজ ইমন, মুরাদ বেপারী, সদস্য প্রকৌশলী মো: শফিকুল ইসলাম, মাসুদ আলম সাগর, আলামিন সরকার,মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির সরকার ,প্রচার সম্পাদক এনামূল হক, কলাকান্দা ইউপি যুবদলের সাধারণ সম্পাদক রফিক তাতী, জহিরাবাদ ইউপি যুবদলের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পদক মো: শাহীন ,সহসভাপতি সাগর, সাংগঠনিক সম্পাদক হোমায়ুন কবির,প্রচার সম্পাদক সবুজ বেপারী,ফতেপুর পচ্শিম ইউপি যুবদলের সভাপতি মমিনুল হক সহসভাপতি আরিফুল ইসলাম মুকুলসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতা- কর্মিরা ৷ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।





