প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক মো.শহিদুল হকের বিরুদ্ধে আওয়ামীপন্থী একটি চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী আওয়ামী সমর্থক— ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে পরিচিত কালাম মীর, মিলন মীর, নাঈম মীর, জাহাঙ্গীর মীর ও কামাল মীর(মাস্টার) বিএনপি নেতা শহিদুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন। তারা ফেসবুকে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির জনপ্রিয়, সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক শহিদুল হকের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামীপন্থী ওই চক্রটি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। স্থানীয় অনেকের জমি দখল করে রাখলেও যখন ভুক্তভোগীরা উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হকের কাছে ন্যায়বিচার চান, তখন ওই আওয়ামী নেতা-কর্মীরা উল্টো শহিদুল হকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে অপপ্রচার শুরু করেন।
ঘটনার সূত্রে জানা যায়, কালাম মীর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং কামাল মীর ওই ওয়ার্ডের সাবেক সভাপতি। গত ১৭ বছর ধরে তারা স্থানীয় বহু মানুষের জমিজমা দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। এই অবৈধ দখলের বিরুদ্ধে স্থানীয়রা বহুবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি। পরে ভুক্তভোগীরা বিষয়টি শহিদুল হককে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ক্ষিপ্ত হয়ে কালাম মীরা ও কামাল মীরা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে ফেসবুকে গুজব ছড়ান বলে জানা গেছে। এ অপপ্রচারের বিচার চেয়ে স্থানীয়রা মানববন্ধন করেন।
মানববন্ধনে যাদের জমি দখল করা হয়েছে, সেই ভুক্তভোগীরাও বক্তব্য দেন। তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে ভূমিদস্যু চক্রটি তাদের জমি দখল করে রেখেছে এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান মেলেনি। তারা শহিদুল হকের পাশে থেকে ন্যায়ের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, এসব ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা অপপ্রচার বন্ধের হুশিয়ারি উচ্চারণ করেন এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে বিএনপি নেতা শহিদুল হকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হক বলেন, এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিষয়টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি। তারিখঃ ২৫-১০-২০২৫ ইং





