মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধ্যানে চাঁদপুরের অডিশন রাউন্ড সম্পন্ন

0
মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধ্যানে চাঁদপুরের অডিশন রাউন্ড সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তরে ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিভার সন্ধানে-২০২৬ প্রতিযোগিতার এর অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। অডিশনে চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসা থেকে ২৬ জন কুরআনের হাফেজ অংশ নেয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়ে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড পেয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় দিনব্যাপী জেলা পর্যায়ের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ্ব ১৬ বছর বয়সী হাফেজরা এই প্রতিযোগিতায় অংশ নেন। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ২৬ জন প্রতিযোগী এতে অংশ নেয়। তাদের মধ্য থেকে চার জনকে বাছাই করা হয় প্রতিভাবান হাফেজকে। বাছাই পর্বের বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী জায়েদ বিন ইউসুফ, ক্বারী এইচএম মাঈন উদ্দিন খান ইসলামাবাদী। বাছাই পর্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাজাকাত হারুন মানিক।

এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল মোবিন, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ দেওয়ান আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান,মুফতি মাসরুল হক প্রমূখ। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট চ্যানেল এনটিভি। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চারজনকে যথাক্রমে চার লাখ, তিন লাখ, দুই লাখ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

পাশাপাশি বিজয়ীরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য মোট ২৫ লাখ টাকা পুরস্কার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here