প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকারের পিতা ও পৌরসভার শিকিরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত মোঃ আবুল কাশেম সরকার এর কবর জিয়ারত করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।শুক্রবার (২৪ অক্টোম্বর) সাড়ে সকাল ১১টায় তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ কামাল। কবর জিয়ারত শেষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)ঢাকা মহানগর উত্তর এর সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রয়াত মোঃ আবুল কাশেম সরকার এর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহজাহান সরদার, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড.এসএম মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির, মরহুমের বড় ছেলে মোঃ লুৎফর রহমান সরকার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদ সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ও বর্তমান পৌর বিএনপির সদস্য মোঃ কবির হোসেন সরকার, মোঃ হেলাল সরকার, মোঃ খোরশেদ সরদার,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, বিএনপি নেতা তৌফিক আজিম মিশু,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু নাসের শ্যামল, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ সহ মরহুমের পরিবারের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ , পৌরসভার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
এদিকে এরপূর্বে প্রয়াত মোঃ আবুল কাশেম সরকার চেহলাম উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মরহুমের পরিবারের উদ্যোগে মিলাদ,দোয়া ও মেজবানির আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম-আহবায়ক হাফিজুর রহমান কবির, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকার, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টারসহ মরহুমের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত মোঃ আবুল কাশেম সরকার গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯১টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্মজীবনে তিনি এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ও পরোপকারী ব্যক্তিত্ব¡ হিসেবে পরিচিত ছিলেন।





