প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, মহেশপুর মটর শ্রমিক কমিটির
সভাপতি এম, এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সমেন কুমার নাথ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা জরুরী। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।





