প্রেসনিউজ২৪ডটকম: এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের যথাযথ সহায়তা ও সুযোগ দেওয়া গেলে তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে। ”
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিদ্যালয়ের শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টান্ন নিয়ে যান। ডিসিকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুরা। জেলা প্রশাসক বলেন, ‘যেসব পরিবারে চ্যালেঞ্জ শিশু রয়েছে, তারা প্রতিদিন নানা ধরনের কষ্ট ও চ্যালেঞ্জেরমধ্য দিয়ে যান- যা কেবল তারাই উপলব্ধি করতে পারেন।
এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে বিশেষ মেধা ও দক্ষতা। আমাদের কাজ হবে সেই মেধা ও প্রতিভা খুঁজে বের করে তা বিকশিত করার সুযোগ করে দেওয়া। তিনি আরও বলেন, ‘শিশুরা যে সেক্টরে আগ্রহী, সেই সেক্টরে কাজ করার সুযোগ পেলে তারা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারবে। আমরা সবসময় তাদের পাশে আছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।





