প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে জামায়াত ইসলামের দেওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে যাদবপুর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।যাদবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোষাধক্ষ্য মেহেদী মাসুদ,নাটিমা ইউনয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমার বুদো, সাধারণ সম্পাদক মহাসিন আলী, যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, সেমাই হোসেন প্রমুখ।
বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন মিথ্যা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে আমরা প্রতিটা ইউনিয়নে জামায়াত ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ সভা করবো। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি যাদবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





