প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ ৫ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি’র ক্যাম্পের সদস্যরা।বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সকালে মহেশপুরের বাঘাডাঙ্গাসীমান্তদিয়ে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করা হয়।
এর মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী রয়েছে।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, চোরাই পথে ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষসহ ৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির সদস্যরা আটক করেছে। পরে তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।





