প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন পরিণত হয়েছে পুকুরে। টানা বৃষ্টিপাত ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিনই।স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল এলাকার প্রাণকেন্দ্র।
প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উপস্থিতিতে মুখর থাকত মাঠটি। বর্তমানে মাঠের অধিকাংশ জায়গা হাঁটু সমান পানিতে ভরা, আবর্জনায় ভরে গেছে মাঠের চারপাশ। মাঠের পাশেই ইউনিয়ন পরিষদের ভবন। পরিষদের আসা যাওয়ার রাস্তায় সর্বদাই থাকে হাঁটু জল। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হচ্ছে দিনদিন। স্থানীয় সোহরাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখলাছপুর উচ্চ বিদ্যালয় এলাকার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু মাঠের এই বেহাল অবস্থায় এখন আর শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা নেই। প্রশাসনের উচিত ছিল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ প্রয়োজন। অবস্থান অনুযায়ী, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন একটি স্থায়ী জলাশয়ের মতো অবস্থায় দাঁড়িয়েছে, যা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী নয়—পুরো এলাকার মানুষকেই হতাশ করছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এই মাঠটি সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন। প্রশাসনের কাছে কিছু অর্থ আছে। যা দিয়ে সংস্কার করা সম্ভব নয়। আরো অর্থ পেলে শীঘ্রই কাজ শুরু করবো।





