ফুলবাড়ীতে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
ফুলবাড়ীতে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন করা হয়েছে।বুধবার ৮ অক্টোবর সকাল সারে ১১ টায়  উপজেলা  পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু,যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই, আমাদের ভবিষ্যতের মা, ভবিষ্যতের নাগরিক-এই কন্যাশিশুদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি  ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে  ফুলবাড়ীসহ সারা দেশে‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উদ্‌যাপিত হচ্ছ।  বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল আমাদের কিশোরী ও নারীরা। তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  রিতা মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা শাখা আমির  মোঃ হাবিবুর রহমান রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর এ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার,উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দসহ  স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here